সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের ৫০ জায়গায় ঈদের জামাত

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের ৫০ জায়গায় ঈদের জামাত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের অন্তত ৫০ জায়গায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রোববার (৩০ মার্চ) সকাল ৭টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে একটি জামাত অনুষ্ঠিত হয়।

এ সময় নামাজের ইমামতি করেন ফ্যামিলি কেয়ার ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন তারা। আয়োজক সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলায় এবার ৫০টির অধিক জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে বোচাগঞ্জ উপজেলার ছাতইর, বিরলের ভাড়াডাঙ্গি, কাহারোলের জয়নন্দ, বিরামপুরের জোতবানি, চিরিরবন্দর এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

তাদের মতে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার একদিন আগে রোজা রাখেন তারা। পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই তারাবি, রোজা ও ঈদ পালন করে থাকেন তারা।