নির্বাচন নিয়ে সরকারের কথায় শেখ হাসিনার সাথে মিল পাওয়া যায় - রিজভী

নির্বাচন নিয়ে সরকারের কথায় শেখ হাসিনার সাথে মিল পাওয়া যায় - রিজভী

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, অভিযোগ করে বিএনপি'র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সরকারের কথার সাথে শেখ হাসিনার কিছু কথার মিল পাওয়া যায়।

 শুক্রবার এক অনুষ্ঠানে মি. রিজভী বলেন, "ডিসেম্বর না মার্চ না জুন এমন দোলায়মান অবস্থায় না থেকে সরকারের উচিত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়া।" "অনেকে বলেন আন্দোলন কি হয়েছে নির্বাচনের জন্য? আরে নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আন্দোলন হয়েছে," যোগ করেন তিনি। এখনো অনেক গার্মেন্টস্ শ্রমিক বেতন বোনাস পাননি মন্তব্য করে বিএনপি'র এই নেতা বলেন, এর দায় সরকারের ওপর বর্তাবে।