শেখ হাসিনা পুতুলের মতো বসে আছেন: নিতাই রায়

বিদেশি আধিপত্যবাদী শাসকগোষ্ঠীর শক্তির কাছে রাষ্ট্রায়ত্ত লিখে দিয়ে শেখ হাসিনা পুতুলের মতো বসে আছেন, তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই।
ঝিনাইদহে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।
বুধবার বেলা ১১টায় জেলা শহরের প্রিয়া সিনেমা হল চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে বেগম জিয়ার মুক্তির সমাবেশ অনুষ্ঠিত হয়।
অন্যদের মধ্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ নেতারা বক্তব্য রাখেন।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, এখন আর আমরা মুক্ত স্বাধীন দেশের মতো চলতে পারছি না। দেশের ভয়াবহ পরিস্থিতি। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সবই হচ্ছে লুটেরা ও দুর্নীতিবাজ। সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করা হয়। সেই সঙ্গে আগামীতে সব আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান বক্তারা।