ইসরায়েলি জাহাজ আটক করল ইরান, ছবি প্রকাশ

পারস্য উপসাগরের জলসীমা থেকে ইসরায়েলের একটি জাহাজ আটক করেছে ইরানি নৌবাহিনী। শনিবার (০১ মার্চ) ওই জাহাজের প্রথম ছবি সম্প্রচারিত হয়েছে ইরানের জাতীয় টেলিভিশনে। খবর মেহের নিউজের।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইরানের জাতীয় টেলিভিশনের একজন প্রতিবেদক আটককৃত ইসরাইলি জাহাজের পাশে দাঁড়িয়ে আছেন।
এর আগে শনিবার সকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি ইরানি গণমাধ্যমকে বলেছিলেন, ‘বিশ্বের যেকোনো স্থানে আমাদের জাহাজ বা নৌযান আটক করা হলে আমরা প্রতিশোধ হিসেবে তাদের জাহাজ আটক করব এবং এটি ইতোমধ্যেই ঘটেছে’।
এদিকে জাহাজ আটকের বিষয়ে ইসরায়েলের তরফ থেকে এখনো কনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি। ইরানের এই পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা