আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে আমরা প্রস্তুত’

আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে আমরা প্রস্তুত’

আমেরিকার সঙ্গে যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত চীন। শুল্কারোপ ইস্যুতে মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক্স পোস্টে বলা হয়েছে, আমেরিকা যদি যুদ্ধ চায়, সেটি শুল্ক, বাণিজ্য বা অন্য যেকোনো ধরনের যুদ্ধই হোক, চীন শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এর আগে বুধবার চীনা প্রধানমন্ত্রী জানান, বেইজিং চলতি বছর তার প্রতিরক্ষা ব্যয় ৭ দশমিক ২ শতাংশ বাড়াচ্ছে। সম্প্রতি চীনা পণ্যে ২০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। বিপরীতে, মার্কিন পণ্যে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত শুল্কারোপের ঘোষণা দেয় বেইজিং।

 চীনের চলমান অর্থনৈতিক পরিস্থিতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে বারবার দেশের মানুষকে আশ্বস্ত করছেন দেশটির নেতারা। এ ছাড়া তারা আশ্বস্ত করছেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ নিয়ে হুমকির ব্যাপারেও তারা প্রস্তুত।