আল্লাহ তায়ালা খালেদা জিয়াকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন.জামায়াত আমীর

আল্লাহ তায়ালা খালেদা জিয়াকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন.জামায়াত আমীর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে তিনি তার ফেসবুক ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে এ সুস্থতা কামনা করেন। তিনি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা উপলক্ষে বিদেশ সফর নিরাপদ হোক, সফল হোক।

 আল্লাহ তায়ালা তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। আমিন। বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) থেকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করেছে।