যেভাবে বিদেশেও বিচার সম্ভব স্বৈরাচারী শেখ হাসিনার!বিপদে হাসিনা

যেভাবে বিদেশেও বিচার সম্ভব স্বৈরাচারী শেখ হাসিনার!বিপদে হাসিনা

জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের পর মানবতাবিরোধী অপরাধে বিদেশের মাটিতেও শেখ হাসিনাসহ পালিয়ে যাওয়া আসামীদের বিচার সম্ভব বলে মত দিচ্ছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। তাদের ধারণা এই প্রতিবেদনটি পালিয়ে যাওয়া অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে শক্ত প্রমাণ হিসেবে কাজে দেবে।

গণঅভ্যুত্থানে হওয়া বিচার বহির্ভুত হত্যাকান্ড সহ মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনাগুলোর আদৌ বিচার হবে কিনা সেই বিতর্কের মোড় ঘুরিয়ে দিয়েছে জাতিসংঘ সদরদপ্তর থেকে প্রকাশিত একটি তথ্যানুসন্ধান প্রতিবেদন। জুলাই-আগস্টে চলা গণঅভ্যুত্থানের ২৩০ ভুক্তভোগী বা প্রত্যক্ষদর্শী, ৫ আগস্টের আগে ও পরে দায়িত্ব পালন করা ৩৬ কর্মকর্তার সাক্ষ, ১৫০ টি মেডিকেল কেইসের বিশ্লেষণ ও কয়েক হাজার ছবি যাচাই ও বাছাই করে তথ্যানুসন্ধান দল প্রতিবেদনটি তৈরি করেছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক জানান, " এক্ষেত্রে আমি মনে করি, "ইউনিভার্সাল জুরিসডিকশন" কাজ করতে পারে। যেসব দেশে "ইউনিভার্সাল জুরিসডিকশন" সম্ভব সেসব দেশে কেউ গুরুতর অপরাধ করে দেশের বাইরে অবস্থান করছে এমন ব্যক্তিকে জবাবদিহিতায় আনার একটা উপায় হতে পারে। এবং অবশ্যই আমি উল্লেখ করবো, এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের কথা, কারণ বাংলাদেশ রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করা একটি দেশ।"

এই প্রতিবেদনটি গণহত্যার অপরাধীদের বিদেশে রাজনৈতিক আশ্রয় নেওয়ার ক্ষেত্রেও বাধা হয়ে দাড়াতে পারে।