গোপন বৈঠকর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

গোপন বৈঠকর সময়  নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ও গাড়িচাপায় ছাত্র হত্যার মামলায় গাড়িচালক হারুনুর রশিদ (৫১) ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিককে (২৭) সোমবার (৬ জানুয়ারি) রাতে ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

 হারুন শেরপুর ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী সাবেক গাড়িচালক ও ময়মনসিংহ সদরের কেওয়াটখালি বাইপাস রোডের জয়নাল আবেদীনের ছেলে।

আর আশিক জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বারঘরিয়া গ্রামের জয়নাল আবেদীন তোতার ছেলে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে গাড়িচালক হারুনকে সবুজ, মাহবুব ও সৌরভ হত্যার তিন মামলায় এবং ছাত্রলীগ নেতা আশিককে ওই তিন ছাত্র হত্যা মামলাসহ ছয় মামলায় রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর মাহমুদ উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।