ধেয়ে আসছে শক্তিশালী ঝড় এরিন, আঘাত হানতে পারে যেখানে

চলতি বছরের আটলান্টিক মৌসুমের প্রথম ঝড় এরিন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঝড়টি শক্তির দিক থেকে ক্যাটাগরি-৪ এ অবস্থান করছে। খবর রয়টার্স ঝড়টি বর্তমানে অ্যাঙ্গুইলার উত্তরপূর্বে দিকে ১২০ মাইল (১৯৩ কিলোমিটার) দূরে অবস্থান করছে।
ঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ১৪৫ কিলোমিটার। এনএইচসি জানিয়েছে, হারিকেন এরিনের ফলে সপ্তাহজুড়ে উত্তর লিউয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিস্পানিওলা এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জ প্রভাব থাকবে। সংস্থাটি আরও জানিয়েছে, আগামী সপ্তাহে এর প্রভাব বাহামা, বারমুডা এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়বে।
হারিকেন এরিনের প্রভাবে রোববার পর্যন্ত উত্তর লিউয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।