পেটের ক্যানসারের ৭টি প্রাথমিক লক্ষণ, যা শুরুতে ধরা পড়ে না

পেটের ক্যানসারের ৭টি প্রাথমিক লক্ষণ, যা শুরুতে ধরা পড়ে না

পেটের বা পাকস্থলীর ক্যানসার বিশ্বব্যাপী একটি নীরব ঘাতক রোগ হিসেবে বিবেচিত। অনেক সময়ই এ রোগের লক্ষণগুলো এতটাই অস্পষ্ট থাকে যে প্রাথমিক পর্যায়ে রোগী বুঝতেই পারেন না—তাঁর দেহে প্রাণঘাতী একটি ক্যানসার দানা বাঁধছে।

প্রখ্যাত অনকোলজিস্ট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মাহবুব হাসান বলেন, “বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার রোগী পেটের ক্যানসার নিয়ে হাসপাতালে আসেন, কিন্তু তাঁদের ৭০ শতাংশের ক্যানসারই ধরা পড়ে মাঝারি বা শেষ ধাপে। অথচ কিছু প্রাথমিক লক্ষণ জানা থাকলে রোগ শনাক্ত করা সম্ভব অনেক আগেই।” বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, পেটের ক্যানসারের কিছু সাধারণ কিন্তু অবহেলিত প্রাথমিক লক্ষণ নিচে তুলে ধরা হলো: প্রাথমিক যে ৭টি লক্ষণে সতর্ক হওয়া জরুরি: * ক্ষুধামন্দা ও ওজন কমে যাওয়া – হঠাৎ করে খেতে ইচ্ছা না হওয়া ও দ্রুত ওজন হ্রাস * বুক জ্বালা ও গ্যাসের সমস্যা – দীর্ঘমেয়াদি অ্যাসিডিটি, যা ওষুধেও ভালো হয় না * খাওয়ার পর দ্রুত পেট ভরে যাওয়া অনুভব * বমিভাব বা হালকা বমি হওয়া, বিশেষ করে রক্ত মেশানো বমি * কালো বা পিচ্ছিল পায়খানা (রক্তজনিত) * পেটের উপরের দিকে চাপ দিলে ব্যথা বা অস্বস্তি অনুভব * নিয়মিত দুর্বলতা ও অবসাদ ডা. মাহবুব জানান,

“এসব লক্ষণ একবারে দেখা দিলে নয়, কয়েক সপ্তাহ বা মাস ধরে বারবার ফিরে এলে অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নেয়া উচিত।” গবেষণাভিত্তিক প্রমাণ ২০১৯ সালে The Lancet Oncology জার্নালে প্রকাশিত একটি বহুজাতিক গবেষণায় দেখা যায়, যেসব রোগী এই লক্ষণগুলিকে অবহেলা করেন, তাঁদের মধ্যে প্রায় ৬৫% ক্ষেত্রে ক্যানসার ছড়িয়ে পড়ে পাকস্থলীর বাইরেও। ✅ কী করবেন এখনই? * কয়েক সপ্তাহ ধরে খাবারে অরুচি ও পেটের অস্বস্তি টের পেলে ডাক্তার দেখান * যেকোনো অস্বাভাবিক বমি বা রক্তপাতকে গুরুত্ব দিন * পারিবারিক ইতিহাস থাকলে বছরে একবার এন্ডোস্কোপি করাতে পারেন * স্বাস্থ্যই সম্পদ। দেরি না করে সচেতন হোন, সুস্থ থাকুন।