এবার পদত্যাগ করলেন উপ-রাষ্ট্রপতির , নেপথ্যে কী?

ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, স্বাস্থ্যগত কারণে ও চিকিৎসকদের পরামর্শে তিনি পদত্যাগ করছেন। খবর বিবিসির।
২০২২ সালের ৭ আগস্ট ভারতের উপ-রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড়। এর আগে তিনি একসময় পশ্চিমবঙ্গের গর্ভনর হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। গত মার্চ মাসে হৃদরোগ জনিত কারণে অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন খনখড়।
পদত্যাগের কারণ হিসেবে নিজের স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন ধনখড়। চিঠিতে লিখেছেন, পরামর্শ মেনে নিজের স্বাস্থ্যে নজর দেওয়ার জন্যই উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছেন তিনি। অর্থাৎ মঙ্গলবার থেকেই আর দায়িত্বে থাকছেন না তিনি।
দায়িত্বে থাকাকালীন কীভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য মন্ত্রীদের সমর্থন পেয়েছেন, সে কথা চিঠিতে উল্লেখ করেছেন ধনখড়। তিনি লেখেছেন, ‘যে আন্তরিকতা পেয়েছি, যেভাবে আমার ওপর আস্থা রাখা হয়েছে, তা আমার সারা জীবন মনে থাকবে।উপরাষ্ট্রপতি হিসেবে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ।’
ধনখড় চিঠিতে বর্ণনা করেছেন, কীভাবে ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের সাক্ষী থেকেছেন তিনি।