ফেনীতে চাঁদা না দেয়ায় দুই ব্যবসায়ীকে কুপিয়েছে শ্রমিকদল নেতা 

ফেনীতে চাঁদা না দেয়ায় দুই ব্যবসায়ীকে কুপিয়েছে শ্রমিকদল নেতা 

সৈয়দ মনির, ফেনী  : ফেনীতে দাবিকৃত চাঁদা না দেয়ায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহতাবস্থায় দুই ব্যবসায়ীকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসি। ১৯ জুলাই, শনিবার দুপুরে ফেনী সদর উপজেলার লস্করহাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের নামে সন্ধ্যায় থানায় অভিযোগ দিয়েছে আহতরা। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 
জানাগেছে, লস্করহাট বাজারের মাছ ব্যবসায়ী শাহআলম ও তার ভাই ফল ব্যবসায়ী মোহাম্মদ হানিফের কাছে চাঁদা দাবি করে ইউনিয়ন শ্রমিকদল নেতা মোহাম্মদ কিবরিয়া।


দাবিকৃত চাঁদা না দেয়ায় শনিবার দুপুরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে কিবরিয়া ও তার সহযোগীরা। আহতরা দক্ষিণ লক্ষীপুর গ্রামের নুর করিমের ছেলে।


কিবরিয়া মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে ও ইউনিয়ন শ্রমিকদলের নেতা এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ খালেকের মামাত ভাই। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
এ ঘটনায় আহত মো. হানিফ বাদি হয়ে কিবরিয়াকে প্রধান আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন।


বাদি বলেন, কিবরিয়া নিজেকে শ্রমিকদল নেতক দাবি করে দীর্ঘদিন চাঁদা চায় । আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা কিভাবে চাঁদা দিবো। 

এ ব্যপারে অভিযুক্ত কিবরিয়া বলেন, এখানে চাঁদাদাবির কোন ঘটনা ঘটেনি।
 উপজেলা শ্রমিকদল সভাপতি মাকসুদুল আলম টিপু বলেন, কিবরিয়া ইউনিয়ন শ্রমিকদলের সক্রিয়  নেতা, তবে বর্তমানে কোন পদে নেই।

ফেনী মডেল থানার ওসি মো. শামছুজ্জামান বলেন, ঘটনার পর  সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের অভিযোগের ভিত্তিতে হামলাকারি কিবরিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।