চরমোনাইয়ে টলার সার্ভিস পুনরায় চালু: মাত্র ১০ টাকায় বরিশাল যাতায়াত, খুশি এলাকাবাসী

মোঃ রবিউল ইসলাম রাব্বি বরিশাল :বরিশালের চরমোনাই ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণে আবারও চালু হয়েছে চরহোগলা-টলারঘাট থেকে বরিশাল বালুরঘাট/লঞ্চঘাট পর্যন্ত টলার সার্ভিস। মাত্র ১০ টাকা ভাড়ায় এই সার্ভিস স্থানীয়দের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম জনগণের স্বার্থে এ পদক্ষেপ গ্রহণ করেছেন। সকাল ৬টা থেকে শুরু হয়ে প্রতি ১৫ মিনিট পর পর ট্রলার ছাড়বে। বরিশাল থেকে চরহোগলার উদ্দেশ্যে শেষ ট্রলার রাত ১১টা পর্যন্ত চলবে। পুরো কার্যক্রমের তদারকিতে থাকবেন সৈয়দ মোহাম্মদ মাসুম বিল্লাহ, চরমোনাই ইউনিয়ন অটো আলফা সভাপতি।
চরমোনাই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩০ হাজারের বেশি। পাশাপাশি, এখানে রয়েছে দেশের ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসা। মাদ্রাসার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে চেয়ারম্যান সাহেব এই উদ্যোগ নিয়েছেন। স্থানীয় জনগণ এ সিদ্ধান্তে ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন এবং চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
চরমোনাই ইউনিয়নে রয়েছে একটি বড় পশুর হাট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সাতটি হাট-বাজার। প্রতিদিন বরিশাল থেকে বিপুলসংখ্যক মানুষ এ হাটে যাতায়াত করে। নতুন এই সার্ভিস চালু হওয়ায় যাতায়াতের সময় ও খরচ দুটোই কমেছে।
আগে যেখানে প্রায় ৭ কিলোমিটার ঘুরপথ পাড়ি দিতে হতো, এখন মাত্র ১০ টাকায় দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে। ফলে যাত্রীদের সময় বাঁচছে এবং তারা দৈনন্দিন কাজ দ্রুত সেরে নিজ গন্তব্যে ফিরতে পারছে।
এলাকার বাসিন্দারা জানান, “এটি আমাদের জন্য বড় স্বস্তির খবর। এখন আর ঝামেলা ছাড়াই অল্প সময়ে বরিশাল যাওয়া সম্ভব।”
চরমোনাই ইউনিয়নের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয় হাটের এক ব্যবসায়ী আবদুল কাদের বলেন,
“আগে বরিশাল থেকে পণ্য আনার জন্য অনেক সময় এবং ভাড়া বেশি লাগত। এখন মাত্র ১০ টাকায় দ্রুত যাতায়াত সম্ভব হচ্ছে। এতে পণ্য পরিবহনে সময় বাঁচছে, খরচও কমছে।”
আরেক ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন,
“ক্রেতারা আগের চেয়ে সহজে হাটে আসতে পারছেন। এতে আমাদের বিক্রিও বাড়ছে। চেয়ারম্যান সাহেবের এই উদ্যোগ ব্যবসায়ীদের জন্য বড় সহায়ক হবে।”