কুলাউড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

কুলাউড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া: জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা গল্প বলা অনুষ্ঠান ১৬ জুলাই (বুধবার) দুপুরে কুলাউড়া উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর ফারুক, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাংবাদিক ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল, ২৪ এর যোদ্ধা শামীম আহমদ, হাবিবুর রহমান টিপু, লিংকন তালুকদার, আদনান চৌধুরী, নাহিদুর রহমান, শেখ বদরুল হোসেন রানা, জাহিদ আল ফেরদৌস,  ইব্রাহিম আলী , তানভীর, জামিল প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের সদস্যসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে ২৪ এর জুলাইয়ের স্মৃতি তুলে ধরেন। এবং জুলাই আন্দোলনের স্পিরিট সবাই ধরে রাখার আহবান জানান।