হাতিরঝিলে শৃঙ্খলা ফেরাতে আনসার ইনচার্জ শাহ আলমের নিরলস প্রচেষ্টা

হাতিরঝিলে শৃঙ্খলা ফেরাতে আনসার ইনচার্জ শাহ আলমের নিরলস প্রচেষ্টা

মল্লিক জামাল নিজস্ব প্রতিবেদকঃ- হাতিরঝিলকে হকার মুক্ত এবং অপরাধমুক্ত রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করছেন আনসার বাহিনীর ইনচার্জ শাহ আলম। তাঁর দক্ষ নেতৃত্বে হাতিরঝিলে হকারদের দৌরাত্ম্য বন্ধ করে একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্য এগিয়ে চলেছে আনসার টিম।

শুধু হকার দখলদারিত্বই নয়, হাতিরঝিলকে মাদক মুক্ত রাখতে দৃঢ় পদক্ষেপ নিয়েছেন শাহ আলম ও তাঁর সহকর্মীরা। নিয়মিত অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ এবং মাদক সেবনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করছেন তারা।

স্থানীয়রা জানিয়েছেন, শাহ আলমের নেতৃত্বে হাতিরঝিলে অনেকটাই ফিরে এসেছে শৃঙ্খলা ও স্বস্তি। টহলরত আনসার সদস্যরা প্রতিনিয়ত নিরাপত্তা নিশ্চিত করছেন এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন।

সাধারণ মানুষের চলাচলের জায়গা দখলমুক্ত করে, বিশেষ করে নারী ও শিশুরা যেন নিরাপদে সময় কাটাতে পারে—এই লক্ষ্যে কাজ করছেন তারা। এছাড়া হাতিরঝিলের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় আনসার সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এভাবে আনসার বাহিনীর কার্যকরী অভিযান অব্যাহত থাকলে হাতিরঝিল আরও বেশি নিরাপদ, সুন্দর ও সকলের জন্য আনন্দদায়ক বিনোদনের স্থান হিসেবে গড়ে উঠবে।