ভারতের কারাগারে ইলিয়াস আলী, দাবি বিএনপির নেতার

শুক্রবার (৪ জুলাই) রাতে সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক দাবি করেছেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে শেখ হাসিনা সরকার গুম করেছে।
তিনি বলেন, ইলিয়াস আলী সরকারের কাছে ‘আতঙ্ক’ হিসেবে বিবেচিত ছিলেন এবং সম্ভবত তাকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। আরও পড়ুনঃ 'তোমার নাতি-নাতিকে দুনিয়া ছাড়া করবো, ছেলের বউকে গণধর্ষণ করবো'- প্রবাসীর বাড়িতে উড়ো চিঠি এ সময় এম এ মালেক বলেন, “ইলিয়াস আলী ছিলেন সরকারের চোখে ‘এক আতঙ্ক’।
তাই তাকে গুম করা হয়েছে। আমার বিশ্বাস, একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। শেখ হাসিনা একবার আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। আমি সে দাওয়াত প্রত্যাখ্যান করি এবং তাকে শর্ত দিয়েছিলাম যে, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।” তিনি অভিযোগ করেন, ‘গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি।
তাই আমাকে দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যেতে হয়েছে। তবে আমি দেশের রাজনীতি থেকে সরে যাইনি। আরও পড়ুনঃ অপহরণকারীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসার ঘটনা বর্ণনা করলেন মাহিরা বরং যুক্তরাজ্যে থেকেও দেশের স্বার্থে আন্দোলন চালিয়ে গেছি। প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে বছরের পর বছর আন্দোলন করেছি।’ তিনি বলেন, ‘সিলেটে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে শক্ত দুর্গ গড়ে তুলেছিলেন বিএনপি নেতাকর্মীরা।
হামলা-মামলা করেও তাদের দমন করা যায়নি।’ উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে নিখোঁজ হন। এ সময় তার গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। এরপর থেকেই বিএনপি তার নিখোঁজ হওয়ার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করে আসছে।