৪ বছরের মেয়েকে হাতুড়িপেটা করে হত্যা করলেন বাবা, অতঃপর…

৪ বছরের মেয়েকে হাতুড়িপেটা করে হত্যা করলেন বাবা, অতঃপর…

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে মাত্র ৪ বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে হত্যা করে নদীতে মরদেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

 শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার মনখালী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম কানিজ ফাতেমা জ্যুতি। সে স্থানীয় বাসিন্দা আমান উল্লাহর মেয়ে। মনখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া জানান, ঘটনার সন্ধ্যায় আমান উল্লাহ ও তার স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে স্ত্রী রাগ করে বাসা থেকে বেরিয়ে যান। পরে ঘরে থাকা একমাত্র মেয়ে জ্যুতিকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন তিনি। আরও পড়ুনঃ যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, ফোনে জানালেন ‘খুঁজে লাভ নেই’ এরপর নিহত শিশুর মরদেহ পাশের মনখালী নদীতে ভাসিয়ে দিয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকেন অভিযুক্ত বাবা।

এলাকাবাসীর সন্দেহ হলে তারা নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমান উল্লাহকে আটক করে এবং মরদেহ থানায় নিয়ে আসে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।