আপনার দল কি চাঁদা নেয়—খালেদের প্রশ্নে যা বললেন মুফতি ফয়জুল

আপনার দল কি চাঁদা নেয়—খালেদের প্রশ্নে যা বললেন মুফতি ফয়জুল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানার’ সঞ্চালক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে সম্প্রতি মুখোমুখি হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও মুফতি ফয়জুল করিম।

 এই সাংবাদিক তাকে প্রশ্ন করেন— আপনারা দল চাঁদা নেয়, সেখান থেকে ভাগ নেন? উত্তরে রেজাউল করীম বলেন, তারা চাঁদা নেন না, দেন। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে গত ২৮ জুন মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামের ভেতরে যা কিছু আছে তা আমি পালন করি।

যেমন- নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেমা আছে ও ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে। মানুষকে সেবা করা, অন্যায় কে মোকাবিলা করা ন্যায়কে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ ইসলামের মধ্যে যত কাজ তা প্রতিষ্ঠিত করা একজন মুসমানের কাজে। সেই হিসাবে আপনি আমাকে একজন মুসলমান বলতে পারেন।

 মুসলমানের মধ্যে ব্যবসা আছে। যেমন- আমি একজন ব্যবসায়ী। আমার একটি কোম্পানী রয়েছে। আমার ব্রিকস ফিল্ড আছে। আমি ব্যবসায়ে সময় দেই। আমি সময়কে ভাগ করে নেই। পরিবারকেই সময় দেই। অধিকাংশ সময়ে আমরা দাওয়াতি কাজে ব্যস্ত থাকি। প্রতি বছর আমাদের সময়সূচি বের হয়। আমরা কোন সময় কোথায় থাকব তা আমাদের সবাই জানে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও মুফতি ফয়জুল করিম

আরও পড়ুনঃ মানুষ যেভাবে চায়, আমাদের (বিএনপি) সেভাবে চলতে হবে: তারেক রহমান আপনার পেশা কী, রাজনীতি নাকি অন্যকিছু এমন প্রশ্নে ফয়জুল করিম বলেন, আমার মূল পরিচয় আমি একজন মুসলমান। মুসলমানের কাজ হলো দাওয়াত। গোটা মানবজাতির কাছে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এক কথায় যেহেতু আমি মুসলমান ইসলাম পালন করা আমার দায়িত্ব। তিনি বলেন, ইসলামের ভেতরে যা কিছু আছে তা আমি পালন করি।

যেমন- নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেমা আছে ও ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে। মানুষকে সেবা করা, অন্যায় কে মোকাবিলা করা ন্যায়কে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ ইসলামের মধ্যে যত কাজ তা প্রতিষ্ঠিত করা একজন মুসমানের কাজে। সেই হিসাবে আপনি আমাকে একজন মুসলমান বলতে পারেন। মুসলমানের মধ্যে ব্যবসা আছে। যেমন- আমি একজন ব্যবসায়ী। আমার একটি কোম্পানী রয়েছে।

আমার ব্রিকস ফিল্ড আছে। আমি ব্যবসায়ে সময় দেই। আমি সময়কে ভাগ করে নেই। পরিবারকেই সময় দেই। অধিকাংশ সময়ে আমরা দাওয়াতি কাজে ব্যস্ত থাকি। প্রতি বছর আমাদের সময়সূচি বের হয়। আমরা কোন সময় কোথায় থাকব তা আমাদের সবাই জানে। আরও পড়ুনঃ সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ : রনি উপস্থাপক প্রশ্ন করেন আপনারা যে রাজনৈতিক দল তৈরি করেছে সেটা কি কোনো চাঁদা নেয়। সেই চাঁদা থেকে আপনারা কোনো ভাগ পান।

 উত্তর দেওয়ার আগেই শায়খে চরমোনাই বলেন, এটি মারাত্মক প্রশ্ন। তিনি বলেন, আমরা দিই, নেই না। এ বছর যে সম্মেলন হয়েছে আমাকে এক লাখ টাকা দিতে হয়েছে। আমাদের আমিরকেও এক লাখ টাকা দিতে হয়েছে। নিজের টাকায় গিয়েছি এবং নিজের টাকায় এসেছি। শুধু আমি না সবাই। অনেকেই প্রশ্ন করেছেন যে, আপনাদের সম্মেলনে ৫০ লাখ টাকা খরচ হয়েছে। উত্তরে তিনি বলেন, সম্মেলনে ৫০ লাখ না, কয়েক কোটি টাকা খরচ হয়েছে! সবাই এ টাকা দিয়েছেন।

প্রত্যেকে নিজের টাকায় এসেছেন, নিজের টাকা দিয়ে খেয়েছেন। আবার নিজের টাকায় চলে গেছেন। আরও পড়ুনঃ বিদেশি অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার তিনি বলেন, মসজিদে আমরা যারা নামাজে যাই- আমাদের সামনে একটা বাক্স আসে। এ ব্যাপারে কাউকে সমালোচনা করতে শুনেছেন? মন্দিরে টাকা দেওয়া হয় না, গির্জায় টাকা দেওয়া হয় না, প্যাগোডায় টাকা দেওয়া হয় না?- প্রশ্ন রেখে বলেন, সারা দুনিয়ায় চ্যারেটি এভাবেই চলে। তিনি উপস্থাপককে বলেন, আপনি যদি আমাকে ১০ টাকা হাদিয়া দেন আর আমি যদি জোড় করে নেই- এই দুটার মধ্যে নিশ্চয় পার্থক্য আছে।

ভক্তদের দান বা টাকা দেওয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি হলো ব্যক্তিগত, অন্যটি দলকে দেয়। যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি। কিন্তু মাদ্রাসা, মসজিদ ও সংগঠনের জন্য যে চাঁদাগুলো দেওয়া হয়- ওই টাকা সঙ্গে কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত হাদিয়া ও সংগঠনকে দেওয়া টাকার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।