বিয়ের গাড়ি ধাক্কা দিলো কলেজের দেয়ালে, তারপর…

বিয়ের গাড়ি ধাক্কা দিলো কলেজের দেয়ালে, তারপর…

বিয়ের সাজে সজ্জিত হয়ে আত্মীয়-পরিজনের সঙ্গে কনের বাড়িতে যাচ্ছিলেন বর। পথিমধ্যে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বরসহ তার পরিবারের আট সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর এনডিটিভির শুক্রবার (৫ জুলাই) সকালে ভারতের উত্তরপ্রদেশের সম্বলের জেবনাই গ্রামে জনতা ইন্টার কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন বর সুরুজ (২৪), তার ভাবি আশা (২৬), আশার দুই বছরের মেয়ে ঐশ্বর্য, বরের ভাই মনোজের ৬ বছরের ছেলে বিষ্ণু, বরের চাচি এবং আরও দুই শিশু।

তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি আরও পড়ুনঃ আমার চেয়ে খারাপ লোক লক্ষ্মীপুরে নেই: গণসংযোগে তাহেরপুত্র বিপ্লব প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে পরিবারের ১০ জন সদস্য নিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কনের বাড়িতে (সিরতৌল) যাচ্ছিলেন বর।

এ সময় তাদের বহনকারী গাড়িটি (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, এসইউভি) অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। জনতা ইন্টার কলেজের কাছে এসে হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর গাড়িটি সজোরে কলেজের দেওয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। ছুটে আসেন স্থানীয়রা। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সবাইকে জেবনাই কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সেখানে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। পরে আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেঁচে থাকা দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের আলিগড়ের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আরও পড়ুনঃ ‘জমিটুকু খুব কষ্টে ধরে রাখছিলাম, কিন্তু সেটাও কেড়ে নিয়েছে বেনজীর’ এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা।

 তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও চিকিৎসা দল পাঠানো হয়। গাড়িটি যেভাবে দুমড়ে-মুচড়ে গেছে, তাতে বোঝাই যাচ্ছে কী ভয়াবহ ছিল সেই মুহূর্ত। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার বিভীষিকাময় ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচ, রক্তের দাগ ও চূর্ণবিচূর্ণ গাড়ির অংশ।