জে-১০ দিয়ে ভারতের দুটি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান: মার্কিন সূত্র

জে-১০ দিয়ে ভারতের দুটি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান: মার্কিন সূত্র

চীনের তৈরি অত্যাধুনিক জে-১০ যুদ্ধবিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের দু’জন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিষয়টি বেইজিংয়ের উন্নত যুদ্ধবিমানের পারদর্শিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্স বলেছেন, পাকিস্তান চীনে নির্মিত জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে—এতে অন্তত দুটি বিমান ভূপাতিত হয়েছে। জে-১০ যুদ্ধবিমান ও পশ্চিমা প্রযুক্তির রাফায়েল যুদ্ধবিমানের মধ্যকার এই টক্কর বিশেষ পর্যবেক্ষণে রেখেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় বড় সামরিক শক্তি।

 সম্ভাব্য তাইওয়ান সংঘাত বা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের সক্ষমতা যাচাইয়ের জন্য এই পর্যবেক্ষণ কাজে লাগতে পারে বলে মনে করা হচ্ছে। আরেকজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান। এ তথ্যের বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। দিল্লিও আনুষ্ঠানিকভাবে তাদের কোনো যুদ্ধবিমান বিধ্বস্তের কথা এখনো স্বীকার করেনি।

ছুটির দিন বলে রাফালের নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন এবং মেটিওর মিসাইল নির্মাতা ইউরোপীয় এমবিডিএ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানায়, ভারতীয় বিমানবাহিনীর ব্যবহৃত ফ্রান্সের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া রয়টার্স বুধবার ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল যে, তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, তাদের জে-১০ যুদ্ধবিমান তিনটি রাফাল গুলি করে ভূপাতিত করেছে। পাকিস্তান অবশ্য আগেই জানিয়েছিল, তারা ভারতের সর্বমোট পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে–যার মধ্যে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান রয়েছে তিনটি।

রাফায়েল এবং পাকিস্তানে ব্যবহৃত জে-১০ মডেল উভয়কেই ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়, যা ভারত-পাকিস্তানের যুদ্ধ বিমানের তালিকায় শক্তিশালী অস্ত্রের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে।