ইরাকে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস, কে চালালো এই হামলা

ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ড্রোনটি ভূপাতিতের দাবি করেছে নিরাপত্তা বাহিনী।
কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন ‘জিহাদি-বিরোধী’ জোটের সেনাদের আবাসস্থলে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আরও পড়ুনঃ প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে যমুনায় ড. ইউনূসের সঙ্গে নাহিদের বৈঠক এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানায় কুর্দি নিরাপত্তা বাহিনী।
কে বা কারা এই হামলা চালানোর চেষ্টা করেছে তা জানা যায়নি। ড্রোন হামলার দায়ও কেউ স্বীকার করেনি। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক ‘জিহাদি-বিরোধী’ জোটের একটি সামরিক ঘাঁটিসহ এরবিল বিমানবন্দর পূর্ববর্তী বছরগুলোতেও রকেট এবং ড্রোন হামলার জন্য ঘন ঘন লক্ষ্যবস্তু ছিল।
আরও পড়ুনঃ আবু সাঈদ শহীদ হওয়ার পর সিদ্ধান্ত নিই, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়’: হাসনাত আবদুল্লাহ একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘আমরা এরবিলের বিমানঘাঁটির বাইরে একটি ইউএভি থেকে বিস্ফোরণের বিষয়ে অবগত। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। সমস্ত মার্কিন কর্মীদের তথ্য নেওয়া হয়েছে এবং ঘাঁটি বা মার্কিন সম্পদে কোনও আঘাত বা ক্ষতি হয়নি।’
বিমানবন্দরের অন্তর্বর্তীকালীন পরিচালক ডানা তোফিক এএফপিকে বলেন, ‘বিমানবন্দরটি নিরাপদ, নিরাপত্তা ব্যবস্থার কারণে কেবল একটি ফ্লাইট সামান্য বিলম্বিত হয়েছে।’