কুয়াকাটায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল আইস’সহ আটক চার যুবক

পটুয়াখালীর কুয়াকাটায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল আইস’সহ চার যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ৮ গ্রাম ‘ক্রিস্টাল আইস’ ও ৭৩টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএনসির পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ। এ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল কুয়াকাটায় অভিযান চালিয়ে চার যুবককে হাতেনাতে আটক করে।
তারা দীর্ঘদিন ধরে কুয়াকাটা ও আশপাশের এলাকায় মাদক কারবারে জড়িত এবং পর্যটকদের কাছে মাদক সরবরাহ করত। জব্দকৃত ‘ক্রিস্টাল আইস’ ও ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা।
আরও পড়ুনঃ আপনার ঘুস খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি, প্রকৌশলীকে বীর মুক্তিযোদ্ধা আটককৃতরা হলেন— রাসেল মল্লিক (৩২), আব্দুর রহমান (৩০), রাকিব (২৯) ও মেহেদী হাসান (২৫)। তারা পটুয়াখালীর মহিপুর থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা।
আটককৃতদের মহিপুর থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ডিএনসি উপপরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ বলেন, ‘কুয়াকাটায় মাদকচক্রের সক্রিয়তা বেড়ে যাওয়ায় এ এলাকা মাদক সরবরাহের কেন্দ্রস্থলে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। আমরা নিয়মিত অভিযান চালিয়ে মাদকচক্র দমনে কাজ করে যাচ্ছি।’ আরও পড়ুনঃ বঙ্গবন্ধু প্রসঙ্গে কাদের সিদ্দিকী: পিতাকে বাতিল করলে সন্তানের পরিচয় থাকে না প্রশাসনের পক্ষ থেকে কুয়াকাটার হোটেল-মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাদকচক্র সম্পর্কে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। ‘
ক্রিস্টাল আইস’-এর মতো নতুন ও ভয়ংকর মাদকের প্রবেশ এ পর্যটন এলাকার নিরাপত্তা ও সামাজিক স্থিতির জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।