তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে : আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ‘আমার নামে কয়েক দিন ধরে এমন কিছু চলছে নির্বাচনের নমিনেশন ঘোষণা দেওয়ার আগে তা কল্পনাতেও ছিল না।
তারা এমনও প্রচার করার চেষ্টা করছে নারীঘটিত বিষয় নিয়ে প্রচার করলে আমার ভোট কমে যাবে।’ তিনি বলেন, ‘আমি কী পাস করার জন্য ভোটে দাঁড়িয়েছি। আমার দল আমাকে দাঁড় করিয়েছে। জনগণ যদি মনে করে আমাকে ভোট দেবে অথবা আমার থেকেও গ্রহণযোগ্যতা সম্পন্ন যদি কেউ থাকে তাকে বেছে নেবে।’
আরও পড়ুনঃ জামায়াতের সাথে এক জোটে নির্বাচন করবেন গণঅধিকার পরিষদ? মঙ্গলবার (০১ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে একটি জাতীয় পত্রিকার মাল্টিমিডিয়া শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমির হামজা এসব কথা বলেন।
নিজ দলের প্রসঙ্গে আমির হামজা বলেন, জামায়াতের আমির ঘোষণা দিয়েছেন, জামায়াতে যদি কোনো প্রার্থী নির্বাচিত হয় ৫ বছর আগের তুলনায় ৫ বছর পরে যদি এক টাকাও যদি বেশি হয় তাহলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল রয়েছে তারা এ ঘোষণা দিক তাহলে অনেক দল ভোটেই দাঁড়াবে না।
এ শব্দটা প্রত্যেক দলের ভিতর থেকে আসা দরকার।’ আরও পড়ুনঃ বয়স নিয়ে বাগ্যুদ্ধ চলছেই: ছাত্রশিবির ও ছাত্রদল সভাপতির বয়স আসলে কত? তিনি বলেন, ‘সংবাদকর্মীরা সহযোগিতা না পেলে কার ভরসায় নিউজ করবে। এ জায়গাটা আসলেই কঠিন।
বাইরের দেশের তুলনায় বাংলাদেশ-ভারতের সাংবাদিকদের মর্যাদা নেই বললেই চলে। এদের মর্যাদায় গুরুত্ব দেওয়া দরকার।’ এ সময় সাংবাদিকসহ যারা কলমের মাধ্যমে সমাজের নীতিনির্ধারণ করেন তাদের উদ্দেশ্যে বলেন, হাতে কলম থাকলে যা ইচ্ছে তাই লেখা যাবে না।
কোনো মানুষ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কিছু উপস্থাপন করতে হয়, সেক্ষেত্রে তথ্য যেন শতভাগ সঠিক হয়। আরও পড়ুনঃ ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, এডিটরস ফোরাম কুষ্টিয়ার সভাপতি মুজিবুল শেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ এনামুল হক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, কালের কণ্ঠের (মাল্টিমিডিয়া) জেলা প্রতিনিধি খালেদ সাইফুলসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।