রাজধানীর ক্যামিকেল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড অতঃপর যা ঘটলো

রাজধানীর ক্যামিকেল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড অতঃপর যা ঘটলো

টিকাটুলিতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে রাজধানীর টিকাটুলিতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

 বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। আগুনের ভয়াবহতা বিবেচনায় দ্রুত ঘটনাস্থলে একাধিক ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ জানায়, গুদামটিতে কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

 তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আরও পড়ুনঃ মায়ের পায়ের ধাক্কায় ভেসে ওঠে ফারুকের মরদেহ এ বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব সংস্থা কাজ করছে।