হঠাৎ করে ফারুকীর আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

২০২৪ সালের ১ জুলাই বাংলাদেশ এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়। সেদিন শিক্ষার্থীদের ‘কোটা সংস্কার আন্দোলন’ রূপ নেয় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’। প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এটিই ছিল প্রথম বৃহৎ গণজাগরণ, যা শেষ পর্যন্ত সরকারের পতনের সূচনাবিন্দু হিসেবে বিবেচিত হয়।
দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন ব্যবহারকারীরা। সেসব দেখে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (৩০ জুন) রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ স্ট্যাটাস দেন।
আরও পড়ুনঃ হেডম থাকলে দেশে আসেন, গোলাম রাব্বানীকে হাসনাত মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, নিউজফিড দেখে চোখ ভিজছে বারবার। জুলাই এসেছে! তিনি আরও লিখেছেন, জুলাই এসেছে খেয়াল করিয়ে দিতে, যে বাইরে বাইরে আমাদের হাজার পার্থক্য থাকলেও আত্মাটা এক।