হঠাৎ বাংলাদেশের বার্তমান পরিস্থিতি নিয়ে একি বললেন সাংবাদিক ইলিয়াস

হঠাৎ বাংলাদেশের বার্তমান পরিস্থিতি নিয়ে একি বললেন সাংবাদিক ইলিয়াস

প্রবাসে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, আসিফ-হাসনাতেরা জুলাই মাসে যা করেছেন, তাতে ওদের সঙ্গে শুধু পিস্তল নয়—কামান থাকলেও দোষের কিছু নেই। সোমবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

 স্ট্যাটাসে ইলিয়াস হোসাইন লিখেন, ‘মাত্র ক’দিন আগে হাসনাতের ওপর হামলা হয়েছে! সেটা মাথায় রেখে কথা বলা উচিত। এরা মারা গেলে যাদের সুবিধা হবে, তারাই আসিফদের অস্ত্র রাখার বিরোধিতা করছে।’ তিনি আরও লেখেন, ‘একটা ছোট ভুলের জন্য এত সমালোচনার কিছু নেই। প্রতিটি দেশপ্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা উচিত।

শত্রুরা এখনও চারপাশেই আছে।’ আরও পড়ুনঃ ১৫ আগস্ট ছুটি বাতিলের দাবি, শেখ মুজিবের ভাস্কর্য সরাতে আল্টিমেটাম এদিকে মরক্কো যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাত ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়ার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়। এমন সমালোচনা প্রেক্ষাপটে এ মন্তব্য করেন তিনি।

এদিকে ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ জানান, নিজের লাইন্সেসধারী অস্ত্রের ম্যাগাজিনটি ভুলবশত ব্যাগে রয়ে যায়। বিমানবন্দরে স্ক্যানিংয়ে ধরা পড়ার পর তা তার কর্মকর্তার কাছে ফেরত দেয়া হয়।

 ফেসবুক পোস্টে আসিফ লিখেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। আরও পড়ুনঃ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পলকের শ্যালক গণ-অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।