স্ত্রীকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিলেন স্বামী

স্ত্রীকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিলেন স্বামী

সাভারে স্ত্রীকে ভিডিও কলে রেখে খলিলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার রাতে সাভার পৌরসভার ব্যাংক কলোনি মহল্লায় ভাড়া বাসায় তিনি ফাঁস দেন।

মঙ্গলবার সকালে ওই বাসা থেকে নিহতের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। নিহত খলিলুর রহমান ঢাকা জেলার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার ডাক্তার জলিলের ছেলে। তিনি রাজধানীর ধানমন্ডি এলাকার ২৭ নামে একটি বেসরকারি হাসপাতালের পরিচালক (মার্কেটিং) হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে ঝগড়া করে খলিলুর রহমানের স্ত্রী জেবা আক্তার সোমবার তার বাবার বাসায় চলে যায়। পরে রাতে খলিলুর রহমান স্ত্রীকে ভিডিও কল দেয়।

 এসময় স্ত্রীকে ভিডিও কলে রেখেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি তার স্ত্রী সবাইকে জানালে খবর পেয়ে পুলিশ নিহতের ফ্ল্যাটের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খলিলুর রহমানের মরদেহটি উদ্ধার করে। নিহতের চাচতো ভাই শামীম হোসেন জানান, খলিল ভাই মাঝে মধ্যেই বাসা ছেড়ে বাইরে থাকেন। ঈদের দিনও তিনি বাইরে ছিলেন। এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের এক পর্যায়ে তার স্ত্রী ৮ বছরের ছেলেকে নিয়ে সোমবার সকালে বাসা ছেড়ে বাবার বাড়ি চলে যায়।

এ সময় তার ছোট মেয়ে খুশনোকে বাসায় রেখে যায়। তিনি আরও জানান, সোমবার খলিল বাসায় এসে স্ত্রীকে না পেয়ে ফোন করে বাসায় ফিরে আসতে বলেন। কিন্তু স্ত্রী না আসায় ওইদিন রাত ৩টার দিকে স্ত্রীকে ভিডিও কল দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, পুলিশ দরজা ভেঙে নিহতের মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।