ফেমডম সেশনের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি: গ্রেপ্তার দুই নারী

ফেমডম সেশনের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি: গ্রেপ্তার দুই নারী

রাজধানীর অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে বিকৃত যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত ৩টায় বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় বিকৃত যৌন নির্যাতনে ব্যবহৃত একটি চাবুক, বিশেষ ধরণের পোশাক, হাই হিল বুট ও একাধিক মোবাদইল ফোন। ভাটারা থানা সূত্রে

জানা যায়, বাদী মো. আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি ২৯ এপ্রিল ফেসবুকের একটি অ্যাকাউন্টে প্রবেশ করে দেখতে পান সেখানে পুরুষদের উলঙ্গ করে শারীরিক নির্যাতনের ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে টেলিগ্রামে ছড়িয়ে দেয়া হয়।

 অভিযুক্ত নারীরা নিজেদের ‘মিসট্রেস’ হিসেবে পরিচয় দেন এবং পুরুষরা অর্থের বিনিময়ে নির্যাতিত হতে সম্মত হন, যা ‘ফেমডম সেশন’ নামে পরিচিত। শিখা আক্তারের সঙ্গে যোগাযোগ করে একটি বিকাশ নম্বরে ৫০০ টাকা প্রদান করেন আব্দুল্লাহ। এরপর ৩০ এপ্রিল তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্দিষ্ট বাসায় যেতে বলা হয়। সেখানে উপস্থিত হয়ে তিনি প্রত্যক্ষ করেন, একাধিক নারী একজন পুরুষকে উলঙ্গ করে নির্যাতন করছে এবং তা মোবাইল ফোনে ধারণ করা হচ্ছে। এই ঘটনায় আব্দুল্লাহ ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।