বেতাগী পৌর শহরে পুলিশ ও নৌ-বাহিনীর যৌথ অভিযান

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী পৌর শহরে পুলিশ ও নৌ-বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। যৌথ পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে চালিয়ে ৮ মোটরসাইকেল চালককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট ইয়াসির আরাফাত এর নেতৃত্বে পৌর শহরের উপজেলা পরিষদ ও ইউএনও পার্ক সংলগ্ন শাপলা চত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এছাড়া বেতাগী-কচুয়া ফেরিতে গাড়ি পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার ( ভূমি) বিপুল সিকদার বলেন,' এইধরনের অভিযান চলমান থাকবে।অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে ।
বিশেষ চেকপোস্ট অভিযানে যানবাহনের বেপরোয়া গতি, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, হাইড্রলিক হর্ণ ব্যবহার, ওভারলোডসহ বিভিন্ন অপরাধের জন্য সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা ও জরিমানা প্রদান করা হয়।