পহেলগামে জঙ্গি হামলা নিয়ে শাহরুখপুত্রের বড় সিদ্ধান্ত

পহেলগামে জঙ্গি হামলা নিয়ে শাহরুখপুত্রের বড় সিদ্ধান্ত

ভারতের কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয় সেলিব্রেটিরা। এবার সে তালিকায় সামিল হলেন বলিউড মেগাস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। পাকিস্তানের বর্বর ও ন্যাক্কারজনক হামলায় বড় সিদ্ধান্ত নিয়েছেন এ পরিচালক ও অভিনেতা। ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

 এ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ মানুষ, আহত হয়েছে অনেকেই। এ ঘটনায় শোকস্তব্ধ ও ক্ষুব্ধ গোটা ভারত। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, আগামীকাল শনিবার (২৬ এপ্রিল) কলকাতায় তাদের আইপিএল ক্রিকেট দল ‘কলকাতা নাইট রাইডার’র ম্যাচ থাকায় সেখানে একটি বড় পার্টির আয়োজন করেছিলেন আরিয়ান। সেখানে টালিউড ও বলিউড তারকাদের উপস্থিত থাকার কথা ছিল।

বলিউড তারকাদের পাশাপাশি পার্টিতে অংশ নিতে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল টালিউডের নুসরাত জাহান, ঐন্দ্রিলা সেন, রুক্মিণী মৈত্র, সম্পূর্ণা লাহিড়ী, সুস্মিতা চট্টোপাধ্যায়, তৃণা সাহা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তীর মতো তারকাদের। বোন সুহানা খান ও তার বন্ধু-বান্ধবদেরও নিমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু হঠাৎই দেশের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটায় সে পার্টি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আরিয়ান সংবাদমাধ্যমে বলেন, দেশের এমন ভয়ংকর সময়ে কোনো আনন্দ করার কথা ভাবতেই পারছি না। তাই আপাতত এই পার্টি বাতিল করারই সিদ্ধান্ত নিয়েছি। নারকীয় এ ঘটনা মেনে নেয়া যায় না, এর তীব্র নিন্দা জানাচ্ছি। নির্মম এ হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে দেশবাসীকে প্রয়োজনের সময়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শাহরুখ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার নিন্দা জানিয়ে সালমান খান লেখেন, কাশ্মীর, গ্রহের স্বর্গ নরকে পরিণত হচ্ছে। একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা পুরো জাতিকে হত্যা করার সমান। শাহরুখ, সালমান খানের পামাপাশি প্রিয়াঙ্কা চোপড়া, অজয় দেবগন, অক্ষয় কুমার, আল্লু অর্জুন, রাম চরণ, কারিনা কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফের মতো তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শোক প্রকাশ করেছেন এবং হামলায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। ঘটনাটি ঘটে বৈসারণে। যাকে ‘মিনি সুইজারল্যান্ড’ বলা হয়। জায়গাটি তৃণভূমি এবং মনোরম দৃশ্যের জন্য সুপরিচিত। পহেলগাম থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে এর অবস্থান। বসন্ত এবং গ্রীষ্মের মাসগুলোতে এই স্থানটি ভারতীয় ও বিদেশি পর্যটকদের মাঝে বেশ জনপ্রিয়।