জনগণ জামায়াত ইসলামের খেদমত দেখতে চায়: মাসুদ সাঈদী

জনগণ জামায়াত ইসলামের খেদমত দেখতে চায়: মাসুদ সাঈদী

জনগণ গত ৫৩ বছর বিভিন্ন দলের শাসন দেখেছে। এখন বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামের খেদমত দেখতে চায়। জামায়াত ইসলাম বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নত, সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

শুক্রবার (২৪ এপ্রিল) জামায়াতের কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর পৌর শহরে গণসংযোগ কালে এ কথা বলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। এ সময় তিনি আরও বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে জামায়াত। জামায়াতের দাওয়াত জনগণ গ্রহণ করছে এবং মানুষ অভাবনীয় সাড়া দিচ্ছে।

 পিরোজপুর পৌর শাখার আয়োজনে শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত গণসংযোগ অনুষ্ঠানে পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং এসময় হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

গণসংযোগ অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী ছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর আব্দুর রাজ্জাক, পৌর সভাপতি ইসহাক আলী, পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা বেলায়েত হোসেন প্রমুখ।