ময়ূখে অতিষ্ঠ কলকাতাবাসীও, অভিনেতা ঋত্বিক বললেন ‘গাধা’

ময়ূখে অতিষ্ঠ কলকাতাবাসীও, অভিনেতা ঋত্বিক বললেন ‘গাধা’

ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। নিজের সংবাদ উপস্থাপনার ধরণ নিয়ে বেশ সমালোচিত ও আলোচিত তিনি। এবার তাকে এক হাত নিলেন কলকাতার তারকা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ‘ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।’ ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, কেউ কেউ দাবি করছেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি।

অর্থাৎ, ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে। ঋত্বিকের মন্তব্যঘর বিশ্লেষণ করে বুঝতে বাকি নেই, ময়ূখের যতো বিতর্কিত কাণ্ডে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও। কখনও লাফিয়ে, কখনও দৌড়ে- চিৎকার চ্যাঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করে আলোচনায় থাকেন কালকাতার ময়ূখ রঞ্জন ঘোষ।

 ৫ আগস্টের পর বাংলাদেশ নিয়ে একাধিক মিথ্য সংবাদ ও মন্তব্য করায় বাংলাদেশিদের কাছেও পরিচিত তিনি। থাকবে না, বাংলাদেশ আর থাকবে না... তার এই একটি মন্তব্যের জেরে বাংলাদেশে আলোচনায় আসেন তিনি।