সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার আসামি আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার আসামি আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার আসামি শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবেদ আলী শেখসহ (৫২) পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ।

 গ্রেপ্তারকৃত অন্যরাও আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মমতাজ পারভিন শিমু (৪২), ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০), উত্তরা থানা আওয়ামী লীগের কর্মী মনিরুল ইসলাম (৩৮)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে মো. আবেদ আলী শেখকে, বাংলামটর এলাকা হতে মমতাজ পারভিন শিমুকে, বনানী এলাকা থেকে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে, মিরপুর এলাকা থেকে এম আর বাদল ও মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবির পৃথক টিম। উল্লেখ্য, গ্ৰেপ্তারকৃত মো. আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ী পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি। জাকির হোসেন সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিলো মর্মে স্বীকার করেছে।

 এছাড়াও সে ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি। এবং মনিরুল ইসলাম গত ১৮ এপ্রিল উত্তরা বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল মর্মে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।