ড. ইউনূসকে সেনাবাহিনী গ্রেফতারের দাবিতে তথ্য প্রচার,যা জানা গেলো

ড. ইউনূসকে সেনাবাহিনী গ্রেফতারের দাবিতে তথ্য প্রচার,যা জানা গেলো

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সেনাবাহিনী গ্রেফতার করেছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে (আর্কাইভ)।   

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সেনাবাহিনীর গ্রেফতার করার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদ সত্য দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টগুলো পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। এতে দেখা যায়, প্রতিটি পোস্টেই মন্তব্যের ঘরে আলোচিত তথ্যের বিস্তারিত বিবরণী থাকার দাবি করা হয়। পোস্টগুলোর মন্তব্যের ঘর পর্যালোচনা করে সবগুলো পোস্টে সূত্র হিসেবে একই লিংকের সন্ধান পাওয়া যায়। 

Screenshot: Facebook 

উক্ত লিংকে প্রবেশের পর একটি ব্লগপোস্ট ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। যেখানে ‘ব্রেকিং নিউজ: সেনাবাহিনীর হাতে গ্রেফতার ড. মুহাম্মদ ইউনুস!’ শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন দেখতে পাওয়া যায়। 

Screenshot: sadhinnews247

প্রতিবেদনটিতে দাবি করা হয়, রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহার, বিদেশি সংস্থার সঙ্গে গোপন চুক্তি এবং অর্থনৈতিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সেনাবাহিনী বিশেষ অভিযানে তাকে তার বাসভবন যমুনা থেকৈ আটক করা হয়। প্রতিবেদনটিতে দাবি করা হয় এটি প্রকাশিত হওয়ার দিনই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রতিবেদনটির কোথাও কোনো তারিখের উল্লেখ পাওয়া যায়নি। সে হিসেবে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো প্রচারের দিন অর্থাৎ, ১৭ এপ্রিল ড. মুহাম্মদ ইউনূসকে আটক করার কথা।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো সূত্রে আলোচিত দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং, গত ১৯ এপ্রিল তার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) এর একটি প্রতিনিধিদলের সাথে তার সাক্ষাতের তথ্য পাওয়া যায়। এছাড়াও একই দিনে প্রধান উপদেষ্টা নারী বিষয়ক সংস্কার কমিশনের সাথেও সাক্ষাৎ করেন এবং তাদের কমিশনের সুপারিশ প্রতিবেদন গ্রহণ করেন বলেও জানা যায়। 

Screenshot Collage by Rumor Scanner 

রাজনৈতিক অপতথ্য প্রচারে ব্লগস্পটের ফ্রি ডোমেইন কিভাবে কাজ করছে তা নিয়ে রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিটের প্রতিবেদন দেখুন এখানে

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসকে সেনাবাহিনী গ্রেফতার করেছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।