৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে থানায় দেখা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর মুখোমুখি হয়েছেন চার বিয়ে করে বিপাকে পড়া এক প্রবীণ ব্যক্তি।
রাজধানীর তুরাগ থানায় ওই প্রবীণ ব্যক্তির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, উপদেষ্টা থানায় উপস্থিত হয়ে বৃদ্ধ ব্যক্তির কাছে জানতে চান, আপনার বিরুদ্ধে কে মামলা করেছে? উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আমার স্ত্রী।’ স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে জানতে চান আপনি কয়টি বিয়ে করেছেন তখন ওই ব্যক্তি বলেন চারটি।
এই উত্তর শুনে উপদেষ্টাসহ সকলেই হাসাহাসি শুরু করে দেন। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তুরাগ থানায় এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ওই প্রবীণ ব্যক্তির কাছে জানতে চান, ‘তিনি কিসের মামলা করেছেন?’ বৃদ্ধ লোকটি বলেন, ‘নারী নির্যাতনের মামলা।’ পাশে থাকা একজন পুলিশ কর্মকর্তা তখন বলেন, ‘এই বয়সে আবার বিয়ে করেছেন কেন?’ এ কথা শেষ না হতেই স্বরাষ্ট্র উপদেষ্টা পাল্টা জিজ্ঞেস করেন, ‘আপনি কয়টা বিয়ে করেছেন?’ বৃদ্ধ ব্যক্তি উত্তর দেন, ‘চারটা বিয়ে করেছি।’ বৃদ্ধ ব্যক্তি জানান, তার প্রথম দুই স্ত্রী মারা যান।
এরপর যে নারীকে বিয়ে করেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। পরে আবার বিয়ে করেন। এখন যিনি মামলা করেছেন, তিনি আগের সেই স্ত্রী। মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোকে মিথ্যা বলেও দাবি করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি ঢাকার বিভিন্ন থানায় নিয়মিত পরিদর্শন করছেন এবং জনগণের কথা সরাসরি শুনছেন।