বিপ্লব নয়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে ছাত্রজনতা আন্দোলন করেছে: সালাহউদ্দিন

বিপ্লব নয়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে ছাত্র জনতা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রোববার (১৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে নতুন রাজনৈতিক দল ‘ভাসানী জনশক্তি পার্টি’র প্রতিনিধি সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। জাতীয় প্রতিনিধি সম্মেলনে ভাসানী জনশক্তি পার্টির ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়।
এতে দলের চেয়ারম্যান ও মহাসচিবের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে শেখ রফিকুল ইসলাম বাবুল ও আবু ইউসুফ সেলিম। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ‘গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু কখনো শুভ নয়, মন্তব্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচিত সরকারের বিকল্প বর্তমান সরকার হতে পারে না।
এ সময় বর্তমান সরকার আরো ৫ বছর থাকা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনাও করেন সালাহউদ্দিন আহমেদ। প্রশ্ন তুলে বলেন, কাদের সুবিধা দেয়ার জন্য নির্বাচন নিয়ে একেকবার একেক বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা।