ঢাকা-১০ আসনের সাবেক এমপি গ্রেফতার

ঢাকা-১০ আসনের সাবেক এমপি গ্রেফতার

ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

 তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। বুধবার সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪নং সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

 শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। মূলত তিনি আওয়ামী লীগপন্থী একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমই এর সাবেক সভাপতি।