ছাত্রদল সভাপতিকে পেটালেন ছাত্রদলের আরেক নেতা

ছাত্রদল সভাপতিকে পেটালেন ছাত্রদলের আরেক নেতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে মারধরের ঘটনায় সংগঠনটির এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।গতকাল বুধবার সকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল ও সদস্য সচিব আসাদুজ্জামান মুন্নার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

মারধরের শিকার শ্যামল আহমদ উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বহিষ্কৃত ছাত্রদল নেতা রাখাব উদ্দিন একই ইউনিয়ন ছাত্রদলের সদস্য।

জানা গেছে, গত ৩০ মার্চ ইউনিয়নের সোলেমানপুর বাজারে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শ্যামল হোসেনকে প্রকাশ্য পিটিয়ে নাক ও মুখ ফাটিয়ে আহত করে ছাত্রদল নেতা রাকাব উদ্দিন। আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধিতার জেরে এ মারধরের ঘটনা ঘটে।

সাময়িক বহিষ্কারের চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, প্রকাশ্যে সংঘাত সৃষ্টি এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য তাহিরপুর উপজেলাধীন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল সদস্য রাখাব উদ্দিনকে সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল।

রাকাবকে বহিষ্কারের বিষয়ে আবুল হাসান রাসেল ও আসাদুজ্জামান মুন্না জানায়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সদস্য পদ থেকে রাখাব উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।