রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা ইয়াসিন শেখ চাকরির আশায় পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়। কিন্তু দালালের খপ্পরে পড়ে চাকরির নামে অংশ নিতে হয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে। যুদ্ধে প্রাণ গেছে তার।
ছেলের লাশ ফিরে পেতে কেঁদেই চলেছেন মা ফিরোজা খাতুন। ২৬ মার্চ রাতে ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকেই বিলাপ করে চলেছেন। তার দাবি, অন্তত ছেলের মরদেহ যেন তিনি শেষবারের মতো দেখতে পারেন। জানা গেছে, ইয়াসিন শেখ সাত মাস আগে রাশিয়ান একটি কোম্পানিতে কাজে যান। তিন মাস পর চাকরি ছেড়ে রাশিয়ান আর্মিতে যোগদান করতে হয়। সাত মাসের মাথায় আসে নির্মম সংবাদ।
২৬ মার্চ একটি বোমা এসে পড়ে শরীরে। সঙ্গে সঙ্গেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসিন শেখের। গৌরীপুর সরকারি কলেজ থেকে এইএসসি পাস করার পরে ইয়াসিন শেখ বঙ্গবন্ধু কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী ছিলেন। ২০১৭ সালে বাবা মারা যান দুই ভাইয়ের মধ্যে সবার ছোট ইয়াসিন শেখে বড় ভাই রুহুল আমিন কৃষি কাজ করেন ।
নিহতের বড় ভাই রুহুল আমি বলেন, ২০২৪ সালের ২২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমের জানতে পারি ইয়াসিনকে সেনাবাহিনীর প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে পাঠানো হয়েছে। এরপর ২৬ মার্চ তার মৃত্যু হয়েছে।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদুল হাসান জানান, এ বিষয়ে দ্রুত খোঁজ নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করা হবে।