জুলাই অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও ব্যর্থ এনসিপি: নাছির

জুলাই অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও ব্যর্থ এনসিপি: নাছির

জুলাই গণ-অভ্যুত্থানের একক মালিকানা দাবি করেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শনিবার (২৯ মার্চ) বিকেলে নোয়াখালীর সোনাপুর এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাছির বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে নিজেদের সম্পত্তি বানিয়ে ছাত্রদের গড়া রাজনৈতিক দল এনসিপি বিভ্রান্তি ছড়িয়েছে। জনগণ ইতোমধ্যে বুঝে গেছে যে, দলটি একটি সংগঠন হিসেবে ব্যর্থ।

তিনি আরও বলেন, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) বিভিন্ন সময় দ্বিতীয় রিপাবলিকের কথা বলেছে। কিন্তু মূলত তারা নিজেদের কর্মীদের চাঙা রাখার জন্য এসব বক্তব্য দিচ্ছে। বাস্তবে তারা এখন পুরোপুরি নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে। ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখনো নির্বাচন নিয়ে নীতিগত আলোচনা চালিয়ে গেলেও এনসিপি মাঠপর্যায়ে নির্বাচনী রাজনীতিতে গভীরভাবে জড়িয়ে গেছে।

 তারা ভেতরে ভেতরে আসন ভাগাভাগি এবং নির্বাচনে জয়লাভের কৌশল নিয়ে দর-কষাকষি করছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এনসিপির চারজন নেতা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন, যা তাদের সাংগঠনিক কাঠামোর পরিপন্থী। আমাদের মতে, সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নেওয়াই সবচেয়ে যুক্তিসঙ্গত পথ।