গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪০ ফিলিস্তিনি

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সবশেষ, গাজার কেন্দ্রস্থলের একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলার কারণে গাজায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ২০৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম কর্তৃপক্ষের সবশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে হাজারো নিখোঁজ ব্যক্তি মৃত বলে ধারণা করা হচ্ছে।
খবর আলজাজিরার। ২০২৩ সালের ৭ অক্টোবর, গাজার শাসকগোষ্ঠী সশস্ত্র হামাসের নেতৃত্বে পরিচালিত হামলায় ইসরায়েলে অন্তত এক হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি বন্দি করা হয়। এদিকে, জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় ওসিএইচএ জানিয়েছে, মার্চ ১৮ থেকে ২৪ পর্যন্ত এক সপ্তাহে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৮২ শতাংশ মানবিক সহায়তা কার্যক্রম ইসরায়েলি সেনাবাহিনীর কারণে বাধাগ্রস্ত হয়েছে। '
জরুরি সরঞ্জাম সংগ্রহ বা বেকারিতে জ্বালানি সরবরাহের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো কার্যত অবরুদ্ধ হয়ে গেছে,' বলে জানিয়েছে ওসিএইচএ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত পোস্টে এমন অভিযোগ করেছে সংস্থাটি।
গাজায় তিন সপ্তাহ ধরে সব ধরনের ত্রাণ প্রবেশের ওপর ইসরায়েলের অবরোধ এবং যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডের ভেতরে সাহায্য সংস্থাগুলোর জন্য নিরাপদ চলাচল নিষিদ্ধ করার মধ্যেই জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে যে, গাজার 'শত শত হাজার' মানুষ আবারও চরম ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি হচ্ছে। এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ছয়জন নিহত হয়েছেন।