সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বহু ভারতীয় নিহত

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনই ভারতীয়।
বুধবার (২৯ জানুয়ারি) গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ভারতীয় কর্মকর্তাদের বরাতে ইন্ডিয়া টুডে ও দ্য ইকোনমিক টাইমস-ও একই তথ্য জানিয়েছে।
জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পশ্চিমে জিজান অঞ্চলের কাছে বাসের সঙ্গে একটি ট্রেলারের সংঘর্ষ হয়। বাসটি ২৬ জন শ্রমিক নিয়ে কর্মক্ষেত্রে যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়ে।
সৌদি রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদ আসিরির বরাত দিয়ে আহরাম অনলাইন জানিয়েছে, রোববার সকাল ৬টার কিছু আগে পবিত্র মক্কা নগরীর দক্ষিণে অবস্থিত আসির প্রদেশের ওয়াদি বিন হাশবাল অঞ্চলে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নেপাল ও ঘানার আরও ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে তেলেঙ্গানার দুজনসহ ১১ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।