পালিয়ে গিয়েও শেখ হাসিনার এখনও কোনো অনুশোচনা হয়নি: রিজভী

পালিয়ে গিয়েও শেখ হাসিনার এখনও কোনো অনুশোচনা হয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পালিয়ে গিয়েও শেখ হাসিনার অন্তর থেকে এখনও খুনের ভাব যায়নি, অত্যাচারী ভাব যায়নি, তার মধ্যে এখনও কোন অনুশোচনাও হয়নি। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজে ড্যাব আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

এ সময় রিজভী বলেন, বিভিন্ন সময় ভাইরাল ভিডিওতে শেখ হাসিনার যেসব বক্তব্য শোনা যায়, তাতে তার অত্যাচারী মনোভাবই প্রকাশ পায়। তিনি বলেন, জুলাই আন্দোলনের আগে ও পরে সবসময় আওয়ামী লীগ মিথ্যাচার করে যাচ্ছে। তাদের মধ্যে এখনও ক্ষমতার লোভ কাজ করছে।

দেশের চিকিৎসা সেবা নিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগ দেশের চিকিৎসকদের ওপর আস্থা নষ্ট করেছে। দেশের মানুষকে ভারতমুখী করেছে। কিন্তু দেশেও যে সুচিকিৎসার ব্যবস্থা আছে তার প্রমাণ ক্রিকেটার তামিম ইকবাল। তাকে দেশের চিকিৎসকরাই সুস্থ করে তুলছেন।

 অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশ অব বাংলাদেশের কেন্দ্রীয় ও রংপুর মেডিকেল কলেজ শাখার নেতারা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ও শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনাসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়। পরে শহিদ আবু সাঈদের বাবার হাতে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।