সেনাপ্রধানের মৃত্যুর দাবিতে ফটোকার্ড প্রচার,যা জানা গেল

সেনাপ্রধানের মৃত্যুর দাবিতে ফটোকার্ড প্রচার,যা জানা গেল

সম্প্রতি, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে, এমন অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দাবিটি মূল ধারার গণমাধ্যম আরটিভির আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার দাবিটি সঠিক নয় এবং আরটিভিও উক্ত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আরটিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আরটিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২১ মার্চ, ২০২৫ শনিবার উল্লেখ করা হয়েছে।

এর সূত্রে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, আরটিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়াও, লক্ষ্য করা যায় যে, আরটিভির ফটোকার্ডগুলোতে সাধারণত তারিখের পাশে বার উল্লেখ থাকে না৷ তবে আলোচিত ফটোকার্ডটিতে বারও উল্লেখ রয়েছে।

Comparison by Rumor Scanner

অর্থাৎ, আরটিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। 

পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে Khalid Rahman নামের একটি অ্যাকাউন্টে গত ২১ মার্চ দুপুর তিনটার পর এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়। পেশায় ডিজাইনা এই ব্যক্তি জেনারেল ওয়াকারের মৃত্যুর ভুয়া এই ফটোকার্ডটি নিজের অ্যাকাউন্টের পাশাপাশি একাধিক গ্রুপেও পোস্ট করেন। দেখুন এখানে এবং এখানে। 

তাছাড়া, এই ফটোকার্ড প্রকাশের ঘন্টা চারেক পর সেনাপ্রধানের একই ছবি দিয়ে আরটিভির আরেকটি নকল ফটোকার্ডও পোস্ট করেন তিনি। ভুয়া এই ফটোকার্ডে লেখা ছিল, সেনা প্রধান ওয়াকারুজ্জামান এর মৃত্যুর পর পোস্টমর্টেম করতে গিয়ে ১৬ ভরি স্বর্ণ মিললো ওয়াকারুজ্জামান এর পেট থেকে। 

Collage: Rumor Scanner 

সুতরাং, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের মৃত্যু দাবিতে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis