বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ‘র’-এর চারজন এজেন্ট আটক,যা জানা গেল

বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ‘র’-এর চারজন এজেন্ট আটক,যা জানা গেল

সম্প্রতি, ‘ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ এর চারজন এজেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ এর চারজন এজেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হওয়ার দাবিটি সঠিক নয়। বরং, ২০২৪ সালের আগস্ট মাসে নেত্রকোণায় সেনাবাহিনীর হাতে ভারতীয় চিনিসহ ৪ চোরাকারবারী আটক হওয়ার ছবি ও ভুঁইফোড় ওয়েব পোর্টালে প্রকাশিত কথিত সংবাদের মাধ্যমে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এই বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, পোস্টের ‘বিস্তারিত কমেন্টে’ উল্লেখিত সূত্র হিসেবে একটি লিংক দেওয়া হয়েছে। লিংকটিতে ক্লিক করলে প্রথমে একটি নির্দিষ্ট ইন্টারফেস দেখা যায়, যেখানে আলোচিত দাবির সঙ্গে সম্পর্কিত কথিত একটি প্রতিবেদন প্রদর্শিত হয়। প্রতিবেদনে কিছু বস্তার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং হাতকড়া পরিহিত তিনজন ব্যক্তিকে দেখা যায়। তবে প্রতিবেদনে আলোচিত বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যেই লিংকটি রিডাইরেক্ট হয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনে নিয়ে যায়।

Screenshot: Fake Website.

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘tmnews.online’ -এ কথিত প্রতিবেদনটি পাওয়া যায়।

Screenshot: tmnews.online

কথিত প্রতিবেদনের সাথে যুক্ত ছবিটি রির্ভাস সার্চ করে দৈনিক ইনকিলাব-এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১২ আগস্ট প্রকাশিত ‘নেত্রকোণায় সেনাবাহিনীর হাতে ভারতীয় চিনিসহ ৪ চোরাকারবারী আটক’ শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহার করা ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবি একই।

Comparison: Rumor Scanner

প্রতিবেদনটিতে বলা হয়, নেত্রকোণায় সেনাবাহিনী একটি টিম জেলার দূর্গাপুরের আত্রাই খালী এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ ৪ জন চিনি চোরাচালানকারীকে আটক করেছে।

নেত্রকোণায় দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম রবিবার গভীর রাতে জেলার দূর্গাপুর উপজেলা আত্রাই খালী বাগান এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ ৪ চোরাকারবারিকে আটক করেছে।

আটককৃত চিনির আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। চিনি চোরাকারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতার জন্য আটককৃত ৪ চোরাকারবারি নাম প্রকাশ করা হয়নি।

সোমবার (২০২৪ সালের ১২ আগস্ট) দুপুরে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ আটককৃত ৪ জন চোরাচালানকারীকে ৩১ বিজিবি এর নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, নেত্রকোণা জার্নাল  আমার সংবাদ এর ওয়েবসাইটে সেই সময় এই বিষয়ে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়।

তাছাড়া, গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ এর চারজন এজেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ এর চারজন এজেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হওয়ার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।