পায়ের রগ কেটে দেয়া হলো সাবেক পৌর যুবদল সভাপতির

বাগেরহাট পৌর যুবদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিনের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাসাবাটি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় আহত জসিমের কর্মীরা দাবি করে, শ্রমিক দলের নেতা আবুল কাশেম ভূঁইয়ার ভাই আজিম ভূঁইয়া ও তার লোকজনকে জসিম গ্রুপের লোকজন মারপিট করে আহত করে।
এ ঘটনায় আজিম ভূঁইয়া জসিমের ওপর ক্ষিপ্ত হয়ে তার পায়ের রগ কেটে দেয়। রক্তাক্ত জখম অবস্থায় জসিমকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে খুলনায় পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বৃহস্পতিবার তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে যুবদল নেতাকে পায়ের রগ কেটে দেয়ার খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত আজিম ভূঁইয়া ও তার লোকজনের খোঁজে গতকাল বুধবার রাতে শহরে সশস্ত্র মহড়া দেয়া হয়। গত ৫ আগস্টের পর থেকে আবুল কাশেম ভূঁইয়া ও তার লোকজনের বিরুদ্ধে হামলা, মারধর, চাঁদাবাজিসহ নানা অভিযোগ আছে। এর আগে বাস টার্মিনালের দখল নিয়ে আবুল কাশেম ভূঁইয়ার পক্ষের লোকজনকে প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় শ্রমিক দল নেতা আজিম ভূঁইয়া ও তার লোকজন শহরের নাগেরবাজার এলাকায় যুবদল নেতা জসিম উদ্দিনের প্রতিবেশী আজিম খানকে মারধর করেন। রাত আটটার দিকে বাসাবাটি এলাকার বগা ক্লিনিকের সামনে আজিম ভূঁইয়ার কাছে মারধরের কারণ জানতে চান জসিম।
এতে ক্ষিপ্ত হয়ে আজিম ভূঁইয়া ও তার লোকজন জসিমের ওপর অতর্কিত হামলা করেন। প্রাণ বাঁচাতে জসিম স্থানীয় মজিদ কসাইয়ের বাড়িতে আশ্রয় নেন। তখন ওই বাড়ির ফটক ভেঙে জসিমকে বের করে বেধড়ক পেটানোর পাশাপাশি পায়ের রগ কেটে গুরুতর জখম করা হয়।