নাটোরে ভুট্টাক্ষেত থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নাটোরে ভুট্টাক্ষেত থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নাটোরে আল মামুন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের নারায়ণ কান্দি এলাকার ভেদরার বিল থেকে ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 মৃত আল মামুন নাটোরের সিংড়া উপজেলার উত্তর দমদমা এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে শহরতলীর ভেদরার বিল নারায়ণ কান্দি এলাকার ভুট্টাক্ষেতের মধ্যে থেকে এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

মরদেহের মাথার পেছনে বড় আঘাতের চিহ্নসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নাটোর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদের শারমিন নেলি জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে জানা যাবে এই হত্যাকাণ্ডের রহস্য। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।