জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা-কর্মী আটক

জামালপুর সদর উপজেলায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৮ মার্চ) রাত ৯টার দিকে জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. পলাশ মিয়া, মো. সিরাজুল ইসলাম ও মো. ফরমান। তারা তিনজনই একই এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিলো তারা।
এ নিয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথবাহিনী আজ রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা তিনজনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।