বাংলাদেশিদের তাড়িয়ে দেয়ার হুমকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর, এখন কি হবে হাসিনার?

একদিকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের তাড়িয়ে দেয়ার হুমকি। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে ভারতেই আশ্রয় দেয়া। ভারতের েএমন দ্বিমুখী চরিত্রতে তাদের স্বভাবগতই মনে করা হয়।
এবার দেশটির কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন এই হুমকি দিলেন। এখন কী আছে শেখ হাসিনার ভাগ্যে? অমিত শাহ অভিযোগ তুলে বলেছেন আম আদমী পার্টির জন্য এতোদিন যা করা সম্ভব হয়নি এবার তা করতে হবে।
অবৈধভাবে দিল্লিতে বসবাসকারী বাংলাদেশি এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে। এ বিষয়ে দিল্লি পুলিশ ও রাজ্য সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।