আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

রাজধানী ঢাকা থেকে লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) স্বাদ আহমেদ।

প্রাথমিকভাবে জানা গেছে, শ্যামলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি। তার গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মামলার বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। গ্রেপ্তারের সময় তাকে লালমনিরহাটের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।